নিজস্ব প্রতিবেদক : মহান ভাষা সংগ্রামী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ছবি অতীত ও বর্তমানকে ধরে রাখে। ধরে রাখে ইতিহাস। আর ফটো সাংবাদিকরা ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন।
বুধবার রাতে মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সংকলন ‘লেন্স’-এর ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাবেক অর্থমন্ত্রী বলেন, ফটো সাংবাদিকরা অনেকসময় জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলে ইতিহাস সংরক্ষণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতফুল হাই শিবলী, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মামুন হাসান। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শংকর দাস ও সহ সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ।
Leave a Reply