বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে ৫৫ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো তানজিলুর রহমান বলেছেন, সীমান্তে নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধ করা হয়েছে। তিনি আরো বলেছেন, মাদকদ্রব্য সহ সবধরনের পণ্যের চোরাচালান ও মানব পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স অনুসরণ করছে।
শুক্রবার (১৭ জানুয়ারি/৩ পৌষ) বিকেলে হবিগঞ্জের বাল্লার তিনকোণা খেলার মাঠে সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় লে কর্নেল মো তানজিলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় করছিলেন।
বিজিবির ক্যাপ্টেন ইয়ার আলী সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চুনারুঘাট থানার ওসি মো নুর আলম, ডা শাকিল আহমেদ ও সীমান্তবর্তী গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী।