নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে, জেলা পরিষদের প্রশাসক থাকাকালীন যেসব উন্নয়ন প্রকল্প তিনি গ্রহণ করেছিলেন সেগুলো বাস্তবায়ন করা। এরপর তিনি পরিষদের সবাইকে নিয়ে নতুন পরিকল্পনা প্রণয়ন করবেন।
নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হবার পর বুধবার রাতে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে সিলটিভির কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি একথা বলেন।
অ্যাডভোকেট লুৎফুর রহমান তার বিজয়কে দলীয় প্রধান দেশরত্ন শেখ হাসিনার বিজয় উল্লেখ করে ভোটারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা যেভাবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন একইভাবে উন্নয়ন কাজেও তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।
Leave a Reply