নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিয়াউদ্দিন আহমদ লালা নির্বাচিত হলে সিলেটকে উন্নয়নের আদর্শ (রোল মডেল) হিসেবে গড়ে তুলবেন, যা দেখে অন্যান্য জেলাও হাঁটবে উন্নয়নের পথে। আর এভাবেই একদিন বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে জায়গা করে নেবে।
বুধবার দুপুরে মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
জিয়াউদ্দিন আহমদ লালা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে রাজনৈতিক কোন প্রভাব পড়বেনা। আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রার্থী মনোনয়ন দিলেও প্রধানমন্ত্রী হিসেবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবেন।
ছাত্রলীগ ও আওয়ামী লীগে নিজের সম্পৃক্ততা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের উল্লেখ করে তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে কোন রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা নেই। তবে নিজেকে তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করবেন।
সংবাদ সম্মেলেন তিনি সিলেটের ‘উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা’ তুলে ধরে বলেন, নির্বাচিত হলে সরকার ও সাংবাদিক সমাজ সহ সকলের সহযোগিতায় এই রূপরেখা বাস্তবায়ন করবেন।
জিয়াউদ্দিন আহমদ লালা জানান, তিনি নির্বাচিত হলে সিলেটকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করা, শিক্ষার উন্নয়ন ও হার বাড়ানো, স্বাস্থ্য, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, বিনোদনের বিকাশ, আইনশৃঙ্খলার উন্নয়ন, প্রশাসন বিকেন্দ্রীকরণ, কর্মসংস্থান করে বেকারত্ব দূর করা, মানবিক মূল্যবোধের উন্নতিকরণ, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা, স্থানীয় সরকারে জনপ্রতিনিধিদের বেতন-ভাতা ও অন্যান সুবিধা বৃদ্ধিকরণ ইত্যাদি বিষয়কে অগ্রাধিকার দেবেন।
তিনি কানাইঘাট থেকে শুরু করে সরকারের অনুমতি সাপেক্ষে সীমান্তবর্তী দেড়শ কিলোমিটার এলাকা জুড়ে বিনোদনগরী গড়ে তুলতে উদ্যোগ নেবেন বলেও জানান।
সরকার পরিবর্তনের সাথে সাথে উন্নয়ন পরিকল্পনাও বদলে যায় উল্লেখ করে তিনি বলেন, জেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিরা থাকলে এই পরিবর্তন হবেনা।
জিয়াউদ্দিন আহমদ লালা বলেন, তিনি নির্বাচিত হলে প্রতিটি উপজেলায় একটি করে সরকারি কবরস্থান ও একটি করে শ্মশানঘাট নির্মাণ করে দেবেন।
তিনি জানান, জেলা পরিষদের বিপুল সম্পত্তি অনেক বিত্তবান দখল করে রেখেছেন। নির্বাচিত হলে এসব সম্পত্তি উদ্ধার করবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী জুলকারনাইন জায়গীরদার, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, কেমন সিলেট দেখতে চাই কর্মসূচির যুগ্ম আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, তেরাজ উদ্দিন নাজিম, শওকত আলী, লবিদ আহমদ, তাহমিন আহমদ দীপু, আব্দুল মতিন, বেলাল উদ্দিন, পিকুল বাবু, খাদেম আহমদ, জাবেদ হোসেন, আশিক আলী প্রমুখ।
Leave a Reply