নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন বোর্ড প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে।
শনিবার বিকেলে মহানগরীর জেল রোডে চেম্বার ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। প্রকাশ করেন ভোটগ্রহণের স্থান, নিয়ম ও সময়সীমা সহ বিভিন্ন বিষয়। নির্বাচনী আচরণবিধি সম্পর্কেও সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন।
এ সময় নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন ও মো ছাদেক, আপিল বোর্ডের সদস্য এম এ হান্নান সেলিম, চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, প্রার্থী খন্দকার সিপার আহমদ, আব্দুল কাইয়ুম, হুমায়ুন আহমদ, মোহাম্মদ আব্দুল মুনিম, মো নাজমুল হক, মো সামসুল আলম, মোহাম্মদ আনিস, মো মুজাহিদ খান গুলসান, খলিলুর রহমান চৌধুরী, আব্দুল হাদি পাবেল, মো আনোয়ার রশিদ, আব্দুস সামাদ, মাসুদ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, মো এমদাদ হোসেন, আব্দুর রহমান, চন্দন সাহা, আশরাফ আহমদ, মো এহছানুল হক তাহের, মুহাম্মদ নাসিরুদ্দিন, আসাদুজ্জামান, মো হাবিবুর রহমান, সৈয়দ জাহিদ উদ্দিন, ইলিয়াস উদ্দিন লিপু, মো লায়েছ উদ্দিন, মো মুজিবুর রহমান মিন্টু, মো আতিক হোসেন, মো আমিনুজ্জামান জোয়াহির প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply