বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল ভারতের চেন্নাইয়ে সংবর্ধিত হয়েছেন।
চেন্নাইয়ে বসবাসরত বাঙালিদের সংগঠন বেঙ্গল এসোসিয়েশন শনিবার সেখানে তাদের নিজস্ব ভবনে আয়োজিত পৌষ মেলায় তাকে সংবর্ধনা জ্ঞাপন করে।
বেঙ্গল এসোসিয়েশন চেন্নাই ৯৫ বছরে পা রেখেছে। এ সংগঠনটি তামিলনাড়ুতে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার প্রধান প্রতিষ্ঠান হিসেবে খ্যাত, যা বিভিন্ন জ্ঞানী-গুণী ও নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য মানুষের সহযোগিতা, সান্নিধ্য ও পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়।
অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল ছাড়াও এবারের পৌষ উৎসবে বেঙ্গল এসোসিয়েশন চেন্নাই বিশেষ সন্মাননা প্রদান করে বিশ্ব কবি মঞ্চের সভাপতি, বাংলাদেশের বিশিষ্ট কবি পুলক কান্তি ধরকেও।
সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব ভক্ত জানান, বাংলাদেশের এই দুই গুণীকে সংবর্ধিত করতে পেরে তারা খুবই আনন্দিত।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চান্দী মুখার্জি ও শংকর নেত্রালয়ের অধ্যাপক ডা জোতির্ময় বিশ্বাস। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply