হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চারজন দলীয় প্রার্থী নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন।
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাথী মুক্তাদির কৃষাণ চৌধুরী, বজলুর রশীদ দুলাল, নাজমুল ইসলাম বকুল ও মো শহীদুল ইসলাম বলেন, দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫ জনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করা হলেও তাতে সাইফুল ইসলাম রুবেলকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে পক্ষপাতিত্ব করা হয়েছে।
তারা জানান, সাইফুল ইসলাম রুবেল উপজেলার ব্যবসায়ী আকল মিয়া হত্যামামলার এজাহার নামীয় আসামির ১৬৪ ধারায় জবানবন্দিতে গ্রেফতার হন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থী আবু তাহেরের পক্ষে কাজ করে। এই অপরাধে তাকে উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
Leave a Reply