হবিগঞ্জ ও মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী রবিবার নিজের নির্বাচনী এলাকা হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ব্যস্ত সময় কাটান।
তিনি চুনারুঘাটে ক্ষুদ্র ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ১২৫ মেয়ে শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২১-২২ অর্থবছরের তহবিল থেকে বরাদ্দ দেওয়া এসব বাইসাইকেল উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী ৫০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপবৃত্তির চেকও তুলে দেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
প্রতিমন্ত্রী বলেন, কোন জনগোষ্ঠীকে অনগ্রসর রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্ষুদ্র ও নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অ্যাডভোকেট মাহবুব আলী উপজেলার ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আমনের বীজ ও সার বিতরণ কার্যক্রমও উদ্বোধন করেন।
চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সার ও বীজ বিতরণ করা হয়।
একইদিন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী মাধবপুর উপজেলায় মৎস্য সপ্তাহ উদ্বোধন, বন্যা কবলিত নিম্নআয়ের মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ, অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এককালীন অনুদান প্রদান এবং কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশ্রাব আলী তাপসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল জলিল, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ও মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক।
Leave a Reply