হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের ২ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, চন্দনা গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে আছকির মিয়া ও আব্দুল রাজ্জাকের ছেলে বাচ্চু মিয়া।
শনিবার সন্ধ্যায় ডিবির ওসি শাহ আলম, ইন্সপেক্টর আহসান হাবিব, এসআই ইকবাল বাহার ও এসআই মুসলিম উদ্দিন সহ একদল পুলিশ নিয়ে চন্দনা গ্রামের আছকির মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় আছকির মিয়া ও তার সহযোগী বাচ্চু মিয়া তাদের উপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে ওিসি শাহ আলম সামান্য আঘাতপ্রাপ্ত হন। তবে পুলিশ আছকির মিয়া ও বাচ্চু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে পুলিশ বাচ্চু মিয়া মিয়ার শরীর থেকে ১১০ পিস ও আছকির মিয়ার ঘর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, আছকির মিয়া ও বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করছিল।
Leave a Reply