হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বৃহস্পতিবার, ২৩ মার্চ বিকেলে মরদেহগুলো উদ্ধার করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গাদিশাল গ্রামের সূর্যল হকের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সূর্যল হকের মরদেহ উদ্ধারের পর তার বসতঘরের ভিতরে গিয়ে খাটের উপর প্রতিবন্ধী সন্তান ইয়াসিনের ও খাটের নিচে স্ত্রী জেসমিন আক্তারের মরদেহ দেখতে পায়।
পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বিভাগের উর্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। তদন্ত শুরু করে পুলিশ ও পিবিআইসহ বিভিন্ন সংস্থা। তবে এ খবর পাঠানো পর্যন্ত ঘটনার কোনো কারণ স্পষ্ট হয়নি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক বিকেল সাড়ে ৫টায় জানান, ঘটনাটি নিয়ে কাজ চলছে। তদন্ত করছে বিভিন্ন সংস্থা। পুলিশের উর্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনাটি কেন বা কিভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা।
Leave a Reply