হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে স্কুলশিক্ষক আব্দুল মান্নানের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার শানখলা ইউনিয়নের রমাপুর এলাকায় এলাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবুজ তরফদার, স্কুলশিক্ষক জসিম উদ্দিন ও সর্দার সৈয়দ মাহফুজুর রহমান।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply