চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুছিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ করা হয়েছে।
চলতি অর্থবছরে এডিপির আওতায় ৯ লাখ টাকা ব্যয়ে প্রচীরটির নির্মাণ কাজে হাত দেয় এলজিইডি; কিন্তু তাতে কিছু অংশে রড না দিয়েই ঢালাই কাজ করা হয়। এতে এলাকাবাসীর মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়।
খবর পেয়ে ১২ জুলাই উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী ঘটনাস্থল পরির্দশন করে যেখানে রড দেয়া হয়নি সেখানে রড দিয়ে প্রাচীর নির্মাণের জন্য ঠিকাদারকে নির্দেশ দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি শফিউল আলম তালুকদার মানিক এ দুর্নীতির তদন্ত দাবি করেছেন।
Leave a Reply