বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্গাপুর এলাকায় সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার জাজিউতা গ্রামের অটোরিকশা চালক কাশেম আলী ও যাত্রী মাধবপুর গ্রামের ফরিদ মিয়া (৫০)।
এলাকাবাসী জানায়, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানের সঙ্গে চুনারুঘাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা যাত্রী ফারুক মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত তিন জনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে অটোচালক কাশেম আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়; কিন্তু পথেই তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ওসি রাশেদ আহমেদ জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply