রায়হান আহমদ, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের দিনমজুর আক্কাস আলীর জীবন করোনা বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে।
গ্রামের নির্জন দিঘির পাড়ে অন্যের জমিতে আক্কাস মিয়ার ছোট্ট একটি ঘর। টিনের ছাউনি; কিন্তু বৃষ্টি এলেই পানি পড়ে। তাই রাত জেগে স্বামী-স্ত্রী মিলে পানি সেঁচতে হয়। খাবার পানি আনতে হয় পাশের বাড়ি থেকে। স্যানিটেশন ব্যবস্থাও স্বাস্থ্যসম্মত নয়।
করোনার কবল থেকে এখনো মুক্ত আছে আক্কাস দম্পতি; কিন্তু এই বৈশ্বিক মহামারি আক্কাস মিয়াকে কর্মহীন করে দিয়েছে। তাই নিয়মিত পেট ভরে খেতে পারছেন না। এখন পর্যন্ত সরকারি কোন সাহায্যও পাননি।
এ ব্যাপারে উবাহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রজব আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি শীঘ্রই তাকে ত্রাণসামগ্রী দেওয়ার নিশ্চয়তা দেন।
Leave a Reply