চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি আশ্রয়ণ প্রকল্পে রবিবার সকালে শ্বাসকষ্টে শাহানূর মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে।
তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শাহানূর মিয়ার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
চুনারুঘাটের সহকারী কমিশনার মিল্টন পাল ও থানার ওসি-তদন্ত চম্পক দাম ঘটনাস্থলে গিয়ে শাহানূর মিয়ার পরিবার ও প্রতিবেশীদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। সেই সাথে এই এলাকার কলিমনগর বাজার ৫ দিনের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, আশ্রয়ণ প্রকল্পের ৩৪৩টি পরিবারকে খাদ্য পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে ৯৫টি পরিবারকে ত্রাণ দিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply