চুনারুঘাট থেকে সংবাদদাতা : ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিবো’ এ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শিক্ষক সারোয়ার আলমের পরিচালনায় অনুষ্ঠিত মা সমবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সাইদুল হক সুমন, প্রধান শিক্ষক পংকজ নাহা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল আমিন, সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply