হবিগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় প্রধামন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চুনারুঘাটে মাদক বিরোধী শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মাদক নির্মূল শক্তি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সংগঠনের সভাপতি এফ এম খন্দকার মায়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-আমিন চৌধুরী আপনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারেন্দ্র চন্দ্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক তানভীর আহমেদ খান, মাদক নির্মূল শক্তি কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী জান্নাত রাখী, জেলা সভাপতি মোচ্ছাবির চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রজব আলী ও পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল।
Leave a Reply