হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের শ্রীকুটা এলাকায় বাস চাপায় এক পরিবহণ শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
নিহত আব্দুল মোতালিব (৩৫) উপজেলার জাজিউতা গ্রামের মরম আলীর ছেলে।
তার পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে আব্দুল মোতালিব বাড়ি থেকে বের হয়ে ব্যাটারি চালিত অটোরিক্সায় শায়েস্তাগঞ্জ নতুন সেতুর দিকে রওয়ানা দেন। পথে শ্রীকুটা এলাকায় পৌঁছলে মুরারবন্দ মাজারগামী শ্যামলী পরিবহণের একটি বাস অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে আব্দুল মোতালিব ও অটোরিক্সা চালক করিম মিয়া গুরুতর আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে যাবার পথে আব্দুল মোতালিব মারা যান।
এ দর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পুরান ঢাকা-সিলেট মহাসড়ক অবেরোধ করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি একেএম আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার জন্যে দায়ী বাসটিকে করা হয়েছে। সন্ধ্যায় ময়না তদন্ত শেষে আব্দুল মোতালিবের লাশ দাফন করা হয়।
Leave a Reply