হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। তিনি মাধবপুর উপজেলার মধ্য বেজুড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম পারিবারিক কাজে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোটরসাইকেল যোগে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা দিলে সিলেটগামী ইউনিক পরিবহণের একটি বেপরোয়া বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারায়।
এতে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসটি ভাংচুর করে। খবর পেয়ে মাধবপুর থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
Leave a Reply