হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দুধপাতিল গ্রামে ঝড়ের সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষাণী ফুল বানু (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানায়, সকালে ঝড়বৃষ্টি শুরু হলে তার দু’টি গরু বাড়িতে আনার জন্য মাঠে যান গ্রামের কৃষক আমীর আলীর স্ত্রী ফুলবানু; কিন্তু ফেরার সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন আর গরু দুটি মারা যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ এই তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply