বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় তালাকপ্রাপ্ত স্বামীকে প্রাক্তন স্ত্রী হত্যার অভিযোগে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার, ২৬ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজিপুর ইউনিয়নের সোনাচং গ্রামের রাস্তায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এ সময় সোনাচং গ্রামের আহমদ আলীর ছেলে সুজন মিয়া (৩৮) তার প্রাক্তন স্ত্রী আকলিমা খাতুনকে (৩৫) একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পা কেটে ফেলে। এ সময় অকলিমা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার ও সুজন মিয়াকে আটক করে।
গুরুতর আহত অকলিমা খাতুনকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় পৌঁছলে তিনি মারা যান।
আকলিমা খাতুন ও সুজন মিয়ার ৫ মেয়ে ও ২ ছেলে রয়েছে। সবচেয়ে ছোট সন্তানের বয়স মাত্র ১ বছর।
আকলিমা খাতুনের মেয়ে তানজিনা আক্তার জানায়, তার বাবা সুজন মিয়া মাদকাসক্ত। প্রায়ই নেশা করে বাড়ি ফিরে তার মাকে নির্যাতন করতো। এ অবস্থায় মা তাদের বাবাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সুজন মিয়াকে আটক করা হয়েছে।
Leave a Reply