হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইউনুছ মিয়া (৪০) নিহত হয়েছেন। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরো জানায়, রবিবার রাত ১১টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মাগুরুন্ডা গ্রামে ইউনুছ মিয়া সহ ৪/৫ জন বসে ইয়াবা সেবন করছিল। খবর পেয়ে পুলিশ মাদক আস্তানা ঘেরাও করলে মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে ইউনুছ মিয়া আহত হন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমিরুজ্জামান জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় থানার এসআই আতাউর রহমান আহত হয়েছেন।
Leave a Reply