হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের উপর হামলা চালিয়ে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় আহত হয়েছেন পুলিশের ৩ সদস্য। তাদেরকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী খাসপাড়া গ্রামের মামদ আলীর ছেলে শিপন মিয়া একটি মাদক মামলার পলাতক আসামি। বুধবার দিনগত রাত ১২টার দিকে থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে; কিন্তু নিয়ে আসার সময় শিপন মিয়ার পরিবারের লোকজন পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
Leave a Reply