চুনারুঘাট প্রতিনিধি : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানে হবিগঞ্জের চুনারুঘাট থানায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও অফিসার ইনচার্জ আজমিরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ সায়েদুল হক সুমন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া আকতার, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ, ব্যকস
সভাপতি আবুল হোসেন আকল মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু ও শামছুন্নাহার চৌধুরী।
Leave a Reply