চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের উত্তর ছয়শ্রী মণ্ডপে নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে আয়েজিত অনুষ্ঠানে সকল ধর্মের লোক অংশ নেন। মনিপুরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি নবকুমার সিংহের সভাপতিত্বে ও ইউনিয়ন অওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাছন আলী, অধ্যক্ষ আলাউদ্দিন, কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজ, ইউপি মেম্বার যুবলীগ নেতা শফিকুর রহমান সাফু প্রমুখ।
Leave a Reply