হবিগঞ্জ জেলায় জনতা ব্যাংক লিমিটেডের চুনারুঘাট শাখাটি মোহাম্মদীয়া সুপার মার্কেট থেকে উপজেলা রোড মধ্যবাজারে গৌর গোপাল শপিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
রবিবার নতুন ভবনে কার্যক্রমের শুভ উদ্বোধন পর্ব ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, জনতা ব্যাংক দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক। এ ব্যাংক দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলছে।
জনতা ব্যাংকের ঐতিহ্য ও ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উপস্থিত গ্রাহদেরকে তাদের কাঙ্ক্ষিত সেবা এই ব্যাংক থেকে গ্রহণ করার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠান ও গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন, ব্যাংকের হবিগঞ্জ এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মো মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো নূরুল মোস্তফা। এছাড়াও গ্রাহক ও ব্যাংকের নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply