নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ধর্ষণ মামলার প্রধান আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ উল্লেখ করে র্যাব-৯ জানায়, উপজেলার গাজীপুর ছুন্নীয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে আসামি মঈন উদ্দিন গত ২২ আগস্ট ধর্ষণ করে। এ ঘটনায় চুনারুঘাট থানায় ২ জনকে আসামি করে ২৮ আগস্ট একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৮ আগস্ট রাত ৯টার দিকে চুনারুঘাট উপজেলা এলাকায় অভিযান চালিয়ে আসামি মঈন উদ্দিনকে (২২, পিতা ইউনুছ আলী, টেঘেরঘাট, চুনারুঘাট, হবিগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply