হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে করোনা মোকাবেলায় গণসচেতনতামূলক আলোচনা সভা এবং শতাধিক দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বড়কুটা বাজারে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন এবং অর্থ ও খাবার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্করর ভার্চ্যুয়াল পদ্ধদ্ধিতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সভাপতি মিজানুর রহমান শেফাজ ও সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রজব আলী ও ফজলুর রহমান তরফদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি খালেদ তরফদার এবং দুর্নীতি দমন সহায়ক কমিটির সভাপতি শফিকুল হোসেন। সভাপতিত্ব করেন, আব্দুল হাই চৌধুরী হারুন মিয়া। পরিচালনা করেন, জামাল উদ্দিন আহমেদ মাস্টার।
উল্লেখ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক জেলার ৯টি উপজেলায় করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে আলোচনা সভা এবং নগদ অর্থ, মাস্ক ও খাবার বিতরণ করছে।
Leave a Reply