হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে মৌসুমী আক্তার নামের এক তরুণীকে কুপিয়ে জখম করেছে কয়েকজন বখাটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গুলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে মৌসুমী আক্তারকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সে আমীর উদ্দিন মাস্টারের মেয়ে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার ভাই জালাল উদ্দিন জানান, প্রায় একবছর ধরে তার বোনকে উত্যক্ত করছিল একই গ্রামের জুয়েল মিয়া। এক পর্যায়ে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়; কিন্তু তাতে সাড়া না পেয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে জুয়েল মিয়া আমীর উদ্দিন মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে মৌসুমী আক্তারের হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজমিরুজ্জামান জানান, এ ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।
Leave a Reply