হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাসুরপুত্র চাচীকে খুন করেছে।
শুক্রবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা আক্তার পলি (৩০) সৌদি আরব প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।
গ্রামের লোকজন জানায়, সৌদি আরব প্রবাসী আক্তার মিয়ার সঙ্গে তার সৎ ভাই গাবরু মিয়ার বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সেদিন সকালে গাবরু মিয়ার ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয় আক্তার মিয়ার স্ত্রী আয়েশা আক্তার পলির। এর এক পর্যায়ে গাবরু মিয়ার ছেলে মামুন ও মাসুকসহ কয়েকজন ঘরে ঢুকে আয়েশা আক্তারকে বটি দা দিয়ে কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলী আশরাফ সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
Leave a Reply