হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুস সোবহান আবু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আবু মিয়া উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে। রাতে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানায়, আবু মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল উপজেলার ইছাকোটা গ্রামের সিজু মিয়ার ছেলে সুমন মিয়ার। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন সকালেও কথা কাটাকাটি হয়। বিকেলে আবু মিয়া সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সুমন ফিকল দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুমন মিয়াকে আটক করেছে বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান নিশ্চিত করেছেন।
Leave a Reply