হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন আসামপাড়া বাজারে অভিযান চালিয়ে ৩০০ লিচার সয়াবিন তেল জব্দ ও ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে আগের দামে ক্রয়কৃত ও ট্যাগ লাগানো সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে আসামপাড়া বাজারের মেসার্স সোহেল স্টোর ও মেসার্স পণ্ডিত স্টোরকে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা এবং মেসার্স ব্রজলাল স্টোর ও মেসার্স সুমন স্টোরকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মূল্য তালিকা না থাকারও প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে অভিযুক্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দকৃত ৩০০ লিটার সয়াবিন তেল আগের দাম ১৬৮ টাকা লিটারে বিক্রি করা হয়।
সাধারণ মানুষ লাইন দিয়ে এই তেল কিনে আনন্দ প্রকাশ করে।
অভিযানকালে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অংশগ্রহণ করে।
Leave a Reply