বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো মাহবুব আলী এমপি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি ও তাদের দোসররা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এই অপতৎপরতা রুখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যের কোন বিকল্প নেই।
সোমবার, ২ অক্টোবর সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় চুনারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আনোয়ার আলী সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের তৃণমূলের অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করা।
শেখ হাসিনার সরকার তা করতে বদ্ধপরিকর বলে অ্যাডভোকেট মো মাহবুব আলী এমপি ঘোষণা করেন।
Leave a Reply