হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে গ্রামে দুই দল চোরাকারবারির মধ্যে সংঘর্ষে ইয়াকুত আলী (৪৫) নামের এক চোরাকারবারি নিহত ও ৫ জন হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম টেকেরঘাটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টেকেরঘাট গ্রামের জমসের আলীর ছেলে ইয়াকুত আলী ও আব্দুল খালেকের ছেলে রমজান আলীর মাঝে চোরাচালানের মালামাল কেনাবেচা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’জনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধলে ৬ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ইয়াকুত আলী ও রমজান আলীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুত আলীকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় রমজানকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি-তদন্ত চম্পক দাম জানান, ইয়াকুত আলী ও রমজান আলী চিহ্নিত চোরাকারবারি। চোরাচালানের মালামাল কেনাবেচা নিয়েই ঘটনাটি ঘটে।
Leave a Reply