চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ও শিল্পপতি এম এ মালেকের অর্থায়নে ১২ শতাধিক কর্মহীন মানুষের মাঝে ঈদউপহার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার নরপতি গ্রামসহ আশপাশের ৮টি গ্রামের মানুষের মাঝে ঈদউপহার হিসেবে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট থানার ওসি এম আলী আশরাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মতিন, ব্যবসায়ী শাহ রফিক উদ্দিন কদ্দুছ, গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা মুসলিম উদ্দিন, ইমান আলী, শামীম রানা ও আমির আলী।
Leave a Reply