হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফিকলের আঘাতে চুনু মিয়া (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চুনু মিয়া এই গ্রামের আশ্রব উল্লাহর ছেলে। এ সময় দু’পক্ষের হামলা-পাল্টা হামলায় চুনু মিয়ার ভাই নুনু মিয়া ও মা রাবেয়া খাতুন আহত হন। তাদরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে।
এলাকাবাসী জানায়, ঐ দিন চুনু মিয়ার জমিতে গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহিদুল ও আজিজুলের গরু ধান খায়। এ সময় চুনু মিয়া গরুর মালিককে উদ্দেশ্য করে বকাঝকা করেন। এর জের ধরে দুপুরে চুনু মিয়ার উপর হামলা চালানো হয়।
Leave a Reply