চুনারুঘাট প্রতিনিধি : প্রায় ১০ বছর পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো শাহজাহান।
কাউন্সিলে ভোটাভুটির মাধ্যমে সভাপতি পদে ছালেহ উদ্দিন বাবরু, সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান শামীম আজাদ ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুজ জাহির মিয়া নির্বাচিত হয়েছেন।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, চুনারুঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মাস্টার।
Leave a Reply