চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে ও সদস্য দুলাল ভূঁইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু।
Leave a Reply