চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জমাআতের সাবেক প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল ইসলাম ফারুকীর ৫ম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তারা আল্লামা নূরুল ইসলাম ফারুকীর খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুফতি মুসলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুত মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমাআতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার, সহ সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল, পৌর ইসলামী ফ্রন্ট সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক এস এম সুলতান খান ও মাওলানা আব্দুল কাদির।
Leave a Reply