হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ রবিবার বিচারিক হাকিম আদালতে সাইফুল ইসলাম রুবেলকে হাজির করে রিমান্ডের এই আবেদন জানায়।
ইতোপূর্বে গ্রেফতার আসামি জসিম উদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্রে শনিবার রাতে গোয়েন্দা পুলিশ সাইফুল ইসলাম রুবলকে বাল্লা রোড এলাকা থেকে গ্রেফতার করে। এ নিয়ে আকল মিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত ২ আসামিসহ ৪ জন গ্রেফতার হলো।
এদিকে দুপুরে পুলিশ সুপার বিধান ত্রিপুরা এক সংবাদ সম্মেলনে জানান, এই হত্যকাণ্ডেে পেছনে জমি সংক্রান্ত বিরোধের জের রয়েছে।
Leave a Reply