হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, গাছ সব ধরনের দূষণ থেকে দেশকে রক্ষা করে। এছাড়া ভবিষ্যতের সঞ্চয় হিসেব কাজ করে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ বিপ্লবের আহ্বানে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সায়েদুল হক সুমন, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি।
Leave a Reply