হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের শ্রমিকদের বেতনভাতা প্রদান ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন, চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তারা জানান, ৩ মাস ধরে রেমা চা বাগানে ৫শ শ্রমিকের বেতনভাতা আটকে রেখেছে বাগান কর্তৃপক্ষ। এ অবস্থায় শ্রমিকরা মানববেতর জীবনযাপন করছেন। তারা ১০ জুনের মধ্যে বেতনভাতা পরিশোধসহ রেমা চা বাগান চালু করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নৃপেন্দ্র পাল, রেমা চা বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি তনু মুণ্ডা ও সাধারণ সম্পাদক বিগ্রেট বোনার্জী।
Leave a Reply