চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ‘ভাবনা থেকেই হোক ভালো কাজের শুরু’-এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত বালিয়ারী প্রবাসী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার উপজেলার দুর্গাপুর বাজারে নোহা মার্কেটে এই কার্যালয় উদ্বোধন করেন, শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আওয়াল। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালুকদার তাশরীফ আহমেদ মুন্না।
অনুষ্ঠানে জানানো হয়, ‘করোনা’ বিপর্যয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ইতোমধ্যে এ সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply