চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন, এক কিশোরীসহ ৪ নারী ও এক যুবক। রবিবার সকালে মিরাশি ইউনিয়নের বড়আব্দা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ করা হয়েছে, বাঁশের ভেড়া উপড়ে ফেলার প্রতিবাদ করায় গ্রামের মনছব উল্লাহর ছেলে ফুল মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয়।
আহতরা হলেন, বেগম খাতুন, শাহেদা খাতুন, হেনা খাতুন, সিতারা খাতুন ও আব্দুল আওয়াল। তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি চম্পক দাম জানান, তদন্ত সাপেক্ষে শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply