সিলেটের বাজারে চিনির মূল্য নিয়ন্ত্রণে ও সরবরাহ নিশ্চিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় মহানগরীর কালীঘাট, লাল দিঘিরপাড়, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়েছে।
রবিবার এই অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কালীঘাট ও লালদিঘির পাড় এলাকায় চিনি ক্রয়-বিক্রয়ে পাকা রসিদ সংরক্ষণ না করা, অধিক মূল্যে চিনি বিক্রি, মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা এবং সুবিদ বাজার এলাকায় একই অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেটও বিতরণ করা হয় ।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো সেলিম মিয়া।
অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন ও বাজার কমিটির সদস্যবৃন্দ।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply