নিজস্ব প্রতিবদেক : বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের উদ্যোগে বরেণ্য চিত্রশিল্পী অরবিন্দ দাসগুপ্তকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমির ‘জেলার বরেণ্য ব্যক্তিত্বের প্রতি সম্মননা জ্ঞাপন কর্মসূচি’র অংশ হিসেবে সোমবার বিকেলে কবি নজরুল অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের সভাপতি জেলা প্রশাসক রাহাত আনোয়ার এতে সভাপতিত্ব করেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন, অরবিন্দ দাসগুপ্ত সম্মাননা উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক শামীমা চৌধুরী। সম্মাননার প্রেক্ষাপট তুলে ধরেন, সদস্য সচিব সাইদুর রহমান ভূঞা। এছাড়া সিলেটের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।
Leave a Reply