বাংলাদেশ শিশু একাডেমির বিশিষ্ট ব্যক্তি সবংর্ধনা কর্মসূচির আওতায় সিলেটে প্রবীণ চিত্রশিল্পী ও শিক্ষক অরবিন্দ দাশ গুপ্তকে সবংর্র্ধনা জ্ঞাপন করা হবে।
এ উপলক্ষে গঠিত সবংর্ধনা প্রস্তুতি কমিটির এক সভা শনিবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে জেলা শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক শামীমা চৌধুরী। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কণ্ঠশিল্পী হিমাংশু বিশ্বাস, সাংবাদিক আল আজাদ, কণ্ঠশিল্পী রানা কুমার সিনহা, সাংস্কৃতিক সংগঠক আমিনুল ইসলাম চৌধুরী লিটন, শিশু একাডেমির প্রশিক্ষক এনামুল হক, নাট্য সংগঠক রজত কান্তি গুপ্ত ও শিশু একাডেমির জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞা।
২১ অক্টোবর সন্ধ্যা ৬টায় কবি নজরুল অডিটোরিয়ামে এই সবংর্ধনা অনুষ্ঠিত হবে।
Leave a Reply