নিজস্ব প্রতিবেদক : প্রথম চলচিত্রেই সবার দৃষ্টি কেড়ে নেয়া চিত্রনায়ক সালমান শাহর ২৩ তম মৃত্যুবার্ষিকী সিলেটে নানা কর্মসূচিতে পালিত হয়েছে।
এ উপলক্ষে কেরানীগঞ্জ ঢাকা ভক্ত ঐক্যজোট শুক্রবার বিকেলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা এলাকায় প্রিয় নায়কের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে তারা সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সালমান শাহর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সালমান শাহ হত্যার ন্যায় বিচারের দাবি জানিয়ে বক্তৃতা করেন।
এদিকে চিত্রনায়ক সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদ জুমা মহানগরীর দাড়িয়াপাড়য় সালমান শাহ ভবনে মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করেন।
আলমগীর কুমকুম সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করে জানান, সকল রহস্য এখন উন্মোচিত হওয়ার পথে। পিবিআই মামলাটির তদন্ত করছে।
এসময় উপস্থিত ছিলেন, ফোর ভিশনের কর্ণধার জহির চৌধুরী।
Leave a Reply