নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সিলেটের উপাচার্য অধ্যাপক ড আতফুল হাই শিবলি বলেছেন, চিকিৎসা বিদ্যা অর্জন করার পাশাপাশি বই লেখা অত্যন্ত প্রশংসার দাবিদার। প্রবাসীদের ইতিহাস-ঐতিহ্য জানতে লেখক অধ্যাপক ডা এম এনায়েত উল্লাহ রচিত বইটি পড়তে হবে।
বৃহস্পতিবার রাতে মহানগরীর একটি অভিজাত হোটেলে অধ্যাপক ডা এম এনায়েত উল্লাহ রচিত ‘বিদেশে হৃদয়ের দেশে’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ডা সুলতানা মোমতারিন পাঁপড়ি ফারহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন বইয়ের লেখক অধ্যাপক ডা এম এনায়েত উল্লাহ, নর্থইস্ট মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা শাহরিয়ার হোসেন চৌধুরী ও কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা নাজমুল ইসলাম।
Leave a Reply