নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগে সিলেট মহানগরীর কুমারপাড়ার মা-মনি হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলাটি (নং-১০/২০১৬ইং) করেন কানাইঘাট উপজেলার উমরগঞ্জ গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী শরীফ মিয়ার স্ত্রী হালিমা বেগম। এতে মা-মনি হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, পরিচালক ও ব্যবস্থাপক সহ মোট ৭ জনকে আসামি এবং ১২৫ কোটি টাকার ক্ষতি পূরণ দাবি করা হয়েছে।
হালিমা বেগম অভিযোগ করেছেন, ২০১৩ সালের ২৮শে অক্টোবর তার ৩ মাস বয়সী শিশুপুত্র আফনান হঠাৎ অসুস্থ হলে মা-মনি হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান কনসালটেন্ট ডা এম এ মতিন তাকে ভর্তি করার পরার্মশ দেন। এ সময় তিনি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে জানিয়ে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেয়া প্রয়োজন বলে জানান।
এই পরামর্শ অনুযায়ী আফনানকে মা-মনি হাসপাতালে ভর্তি করা হয়; কিন্তু ভর্তির পর ডা এম এ মতিন শিশুটির কোন খোঁজ নেননি এমনকি সেখানে সারারাত তাকে কোন চিকিৎসাও দেয়া হয়নি।
পরদিন সকালে আফনানের অবস্থার অবনতি হলে তার মামা অ্যাডভোকেট রফিক আহমদ ডাক্তার না আসার কারণ জানতে চান। এসময় মা-মনি হাসপাতালের ব্যবস্থাপক জামাল আহমদ জানান, ডা এম এ মতিন রোগী দেখায় ব্যস্ত ছিলেন তবে ঘণ্টা খানেকের মধ্যে চলে আসবেন।
পরবর্তী সময়ে ডা এম এ মতিন এসে শিশুটিকে রাগীব রাবেয়া হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। অথচ এর আগেই তাকে একটি ইনজেকশন পুশ করার পর সে জোরে শব্দ করতে করতে মারা যায়।
Leave a Reply